পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে সপরিবারে সৌদি যান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে বলেন, সালাহউদ্দিন আহমেদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ওমরাহ পালন শেষে আগামী ২৬ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন।
এর আগে মেডিকেল চেকআপের জন্য গত ২১ জানুয়ারি সিঙ্গাপুর যান সালাহউদ্দিন আহমেদ।এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে গত বছরের ২০ ডিসেম্বর যুক্তরাজ্য যান সালাহউদ্দিন আহমেদ। দুই সপ্তাহের লন্ডন সফর শেষে গত ৫ জানুয়ারি দেশে ফিরেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.