অমর একুশে বইমেলার চলন্তিকা স্টলে এবার ‘একজন আমিনুল হক’ বইটি প্রকাশ হয়েছে। বইটি প্রকাশের পর পরই আজ একুশে ফেব্রুয়ারিতে এই স্টলে পাঠকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। যেখানে দেখা যাচ্ছে স্টলটিতে আমিনুল হক বসে পাঠকদের অটোগ্রাফসহ বইটি দিচ্ছেন।
এর আগে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাফজয়ী ফুটবলার আমিনুল হকের জীবনী নিয়ে রচিত চলন্তিকা প্রকাশিত রাশেদ রানার ‘একজন আমিনুল হক’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।আমিনুল হককে নিয়ে লেখা ‘একজন আমিনুল হক’ বইটিতে রয়েছে আমিনুল হকের জীবনীতে জন্ম ও শৈশব, ফুটবলের মাঠ থেকে রাজপথে আমিনুল হকের সাহসী ভূমিকা, ত্যাগ, তিতিক্ষা এবং দক্ষ সংগঠকের নানা ঘটনা।
চলন্তিকা স্টলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন জায়গা থেকে আসা পাঠক ও দলীয় নেতাকর্মীরা অধীর আগ্রহে বইটির জন্য বসে আছে এবং বইটি ক্রয় করার পাশাপাশি আমিনুল হকের অটোগ্রাফ নিচ্ছে।কথা হয় মোহাম্মদপুর থেকে আসা পাঠক মীর মো. কামাল হোসেনের সঙ্গে। তিনি জানান, আমিনুল হকের জীবনী অনেকটা তিনি অবগত। তিনি বলেন, আমি দেখেছি কিভাবে স্বৈরাচার সরকার এই সাফজয়ী ফুটবলারকে অন্যায়ভাবে জেল-জুলুম, নির্যাতনের দিকে ফেলে দিয়েছেন। আমিনুল হকের ছোট থেকে এভাবে বেড়ে ওঠা বাংলাদেশের মানুষের জন্য একটি প্রেরণা। আর সেই গল্প জানার জন্য আমি বইটি ক্রয় করেছি।
আমিনুল হক জানান, পাঠকরা আমার জীবনী নিয়ে লেখা বইটিতে এত সাড়া দিবে তা কখনো ভাবিনি। সর্বোপরি আমি বইটির লেখক এবং পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.