• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
  • [কনভাটার]

মাঝ রাস্তায় ঘুমিয়ে গেলেন ভ্যানচালক, অতঃপর…

আন্তর্জাতিক ডেস্ক। অনলাইন সংরক্ষণ / ৩১ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

পাকিস্তানে একটি ভ্যান খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কাসুর জেলায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা বলছেন, মাঝ রাস্তায় চালক ঘুমিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

জিওনিউজের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।রায়উইন্ড রোডের খারা মোরের কাছে দুর্ঘটনাটি ঘটে। ভ্যানের যাত্রীরা রায়উইন্ডে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ার পর গাড়িটি রাস্তা থেকে উল্টে পানিতে পড়ে যায়। খবর পেয়ে জরুরি বিভাগ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ও আহতদের বুলেহ শাহ জেলা হাসপাতালে স্থানান্তর করে। স্থানীয় মানুষরাও উদ্ধারকাজে সহায়তা করেন।হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন।

স্থানীয় পুলিশ জিও নিউজকে বলেছে, এ ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছেন তারা। অপরাধী শনাক্তকরণ প্রক্রিয়া শেষে মামলা দায়ের করা হবে।

এদিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীরা একটি পর্যটকবাহী বাসে হামলা চালিয়ে সাত পর্যটককে গুলি করে হত্যা করেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। বাসটি পর্যটকবাহী পাঞ্জাব প্রদেশ থেকে বেলুচিস্তান যাচ্ছিল। কর্তৃপক্ষ জানায়, বন্দুকধারীরা বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে তাদের পরিচয়পত্র পরীক্ষা করে। এরপর তারা পাঞ্জাব প্রদেশের যাত্রীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনায় আর কেউ আহত হয়নি, তবে হত্যাকাণ্ডের দায় এখনো কেউ স্বীকার করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮