জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা ৫২, ৬৯, ৭১, ৯০ এবং ২৪-এ জয়লাভ করেছি মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আওয়ামী অপরাজনীতি এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।রাশেদ প্রধান বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা মায়ের ভাষা বাংলার স্বীকৃতি পেয়েছি, দেশের স্বাধীনতা পেয়েছি, স্বৈরাচার ও ফ্যাসিজমের পতন ঘটাতে পেরেছি। এখন আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ছয় মাস পর আমাদের একে অপরের প্রতি কাদা ছোড়াছু্ড়ি কোনোভাবেই কাম্য নয়। ৫২-এর ভাষাশহীদদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের ঐক্য বিনষ্ট হলে ভারতের সেবাদাসী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলার মাটিকে আবারও রক্তাক্ত করার সুযোগ পাবে। আমরা কোনো অবস্থায় পবিত্র বাংলার মাটিতে আওয়ামী লীগ আর ভারতের আগ্রাসন মেনে নেব না ইনশাআল্লাহ।
কেন্দ্রীয় শহীদ মিনারে জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন- জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ফিরোজ, ঢাকা মহানগর সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপা নেতা শ্রী শ্যামল চন্দ্র সরকার, জাগপা নেতা মনির হোসেন, জাকির হোসেন, শ্রমিক জাগপার সদস্য সচিব মনোয়ার হোসেন, জাগপা নেতা সাজু মিয়া, মো. আলী ফকির, যুবনেতা জনি নন্দী, আসাদুজ্জামান নুর প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.