নেত্রকোনার কলমাকান্দায় রাজীব তালুকদার (৩৮) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি মাটির রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।এ ঘটনায় লাশ উদ্ধারের পর দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। আটক করা হয় অভিযুক্ত দীপ ভৌমিক (২৭) নামে এক যুবককে।
পুলিশ জানিয়েছে, স্ত্রীকে ধর্ষণ করার প্রতিশোধ নিতেই রাজীবকে হত্যা করে দীপ ভৌমিক। আটকের পর জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে দীপ। পরে তার দেওয়া তথ্যে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
নিহত রাজীব উপজেলার ইউপি বড়খাপন ইউনিয়নের বাউসারী গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে। তার পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার রাতে একটি ফোন কলে বাড়ি থেকে বের হয়ে যায় রাজীব। পরে শুক্রবার সকালে গোবিন্দপুর গ্রামের একটি মাটির রাস্তার পাশে তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পান এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজীব এলাকায় চুরি করে বেড়াত। তার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। এ ছাড়া এলাকার মেয়েদের উত্ত্যক্ত করত। দীপ ভৌমিকের স্ত্রীকে ধর্ষণ করে রাজীব। বিষয়টি জানতে পেরে প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার রাতে রাজীবকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে লাশ গ্রামের নির্জন এলাকায় ফেলে রাখে। সকালে এলাকার লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন কালবেলাকে বলেন, লাশ উদ্ধারের পরপরই সন্দেহজনকভাবে দীপ ভৌমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে হত্যার বিষয়টি স্বীকার করে দীপ জানায়, তার স্ত্রীকে ধর্ষণ করেছিল রাজীব। বিষয়টি জানার পর রাজীবের ওপর প্রতিশোধ নিতে পরিকল্পনা করে দীপ। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে মোবাইলফোনে কল করে রাজীবকে নির্জন স্থানে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে।
ওসি আরও বলেন, দীপের দেখানো জায়গা থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহত যুবকের পরিবার।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.