• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]

কুমিল্লায় জামায়াতের প্রথম নারী সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ৩০ জন দেখেছে
আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

ফ্যাসিস্ট সরকারের পতনের পর নারীদের নিয়ে প্রথমবারের মতো সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দ্রুত একটি নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। কিন্তু বিগত ৫৪ বছরের রাজনীতিতে সংবিধানে নির্বাচন পদ্ধতিতে যে জঞ্জাল এবং জঞ্জাট তৈরি হয়েছে এটির সংস্কার অতি প্রয়োজন। সেখানে আমাদের দাবি দ্রুত সংস্কার করাএ সময় সংষ্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার এখনো মোটেও হয়নি, সংস্কার প্রক্রিয়া চলছে। মোটামুটি সরকার সঠিক পদ্ধতিতে আগাচ্ছে। তবে এটা আরও দ্রুত করা প্রয়োজন বলে আমি মনে করি।

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নির্বাচন নিয়ে কী কর্মসূচি দেবে এটা সম্পূর্ণ তাদের এখতিয়ার। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা একটি সময়ের (নির্বাচন আয়োজনে) কথা বলেছেন। আমরা অনেক আগেই সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ দাবি করেছি। আশা করি প্রধান উপদেষ্টা তার কথা রাখবেন এবং তার ঘোষিত সময়ের কাছাকাছি সময়ে নির্বাচনের ব্যবস্থা করবেন।

তিনি আরও বলেন, গত পনের বছরে এই চৌদ্দগ্রামে আমাকে আসতে দেওয়া হয়নি। আমাদের কর্মী শ্রীপুরের ইউসুপকে পা কেটে পঙ্গু করে দেওয়া হয়েছে। সে এখন হুইল চেয়ারে চলাফেরা করে। এভাবে অসংখ্য নেতাকর্মীর অঙ্গহানী করা হয়েছে।

উপজেলা জামায়াতের আমির মাহফুজুরের সভাপতিত্বে নারী সমাবেশে আরও বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় নারী বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, রাজনৈনিক ও পার্শ্ব সংগঠন বিভাগীয় সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট, জেলা জামায়াতের আমির অ্যাড. মু. শাহজাহান, নারী বিভাগের কুমিল্লা অঞ্চলের সেক্রেটারি শাহিনা আক্তার, অঞ্চল সহকারী ফেরদৌসি সুলতানা, শাহিন আক্তার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসেন প্রমুখ।। সেই সংস্কারের পরেই নির্বাচনের সার্বিক ব্যবস্থা করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮