চীনের সামরিক মহড়া নিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের উদ্বেগ কিছুটা বেড়ে গেছে। বিশেষ করে তাসমান সাগরে চীনা নৌবাহিনীর বিরল উপস্থিতির কারণে এ উদ্বেগ দেখা দিয়েছে।
এ মহড়ায় তিনটি চীনা নৌ জাহাজ অংশ নিয়েছে। ফলে উড়োজাহাজগুলোকে তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, যা বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে।চীন বলছে, তাদের এই মহড়া আন্তর্জাতিক আইনের আওতায় করা হচ্ছে।
তবে অস্ট্রেলিয়া তা ‘অস্বাভাবিক’ বলে অভিহিত করেছে। মহড়ার উদ্দেশ্য ও আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি সম্পর্কে আরও স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছে অস্ট্রেলিয়া।
চীনের নৌ জাহাজগুলোর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নৌ ও বিমান বাহিনী। এ ধরনের সামরিক মহড়া অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: বিবিসি, রয়টার্স
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.