নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের পর মাদ্রাসাছাত্র ইব্রাহিম মিয়া (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টায় বাড়ির পাশের লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইব্রাহিম মিয়া সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে। ইব্রাহিম মিয়া শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শুক্রবার রাতে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।ইব্রাহিমের বাবা মহব্বত আলী জানান, শুক্রবার বিকেলে তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে ঐ দিন রাত ১১টায় বাড়ির পাশের লিচু বাগান থেকে পরনের পায়জামা দিয়ে গলায় বাঁধা অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা পুলিশ। হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা (খ-সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের কয়েকটি দল অভিযান অব্যাহত রেখেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.