• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]

বোরহানউদ্দিন ফাউন্ডেশনের সভাপতি জহুরুল সম্পাদক জাহিদ

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ৪৩ জন দেখেছে
আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন প্রতিষ্ঠা, জনকল্যাণমুখী ও গতিশীল বোরহানউদ্দিন গড়ার লক্ষ্যে বোরহানউদ্দিন ফাউন্ডেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি মো. জহুরুল হক এবং মো. জাহিদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. হেলাল উদ্দিন তালুকদার।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কনফারেন্স হলে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। সভায় ঢাকায় অবস্থানরত বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।নতুন কমিটির ১০ জন সহসভাপতি, ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ৩ জন, প্রচার সম্পাদক ৩ জন, অর্থ সম্পাদক ২ জন, দপ্তর সম্পাদক ২ জন, নারী সম্পাদক ২ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক ১ জন, মানবসম্পদ-উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ২ জন, আইন বিষয়ক সম্পাদক ২ জন, সমাজসেবা সম্পাদক ১ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ১ জন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ১ জন, যুব ও ক্রীড়া সম্পাদক ১ জন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ২ জন, পরিকল্পনা সম্পাদক ১ জন, পরিবেশ ও জলবায়ু সম্পাদক ১ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১ জন।

এছাড়াও এ কমিটিতে ২১ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।

ফাউন্ডেশনের নতুন গঠনতন্ত্র অনুযায়ী, আগামী দুই বছরের জন্য এই কমিটির মেয়াদ অনুমোদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮