• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
  • [কনভাটার]

নারী ধর্ষণের প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল মিছিল

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ৩৪ জন দেখেছে
আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দেশব্যাপী নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে মশাল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে তারা এই কর্মসূচি পালন করেন।

মশাল মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। মিছিল চলাকালীন ‘ধর্ষকের ঠিকানা এ বাংলায় হবে না’, ‘ধর্ষকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘চলবে না, চলবে না, নারীর প্রতি সহিংসতা’ সহ নানা স্লোগান দেন তারা। মিছিল শেষে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষার্থীরা।এ সময় ময়ূরী নূর নামে এক শিক্ষার্থী বলেন, সারা বাংলাদেশে নারীদের ওপর যে নিপীড়ন-নির্যাতন চলছে, তা খুবই দুঃখজনক। শুধু নারী নির্যাতন নয়, পুরো দেশে যে অরাজকতা বিরাজ করছে, তাতে আমরা ইন্টারিম গভর্নমেন্টের প্রতি ক্ষুব্ধ ও আশাহত। ২৪-এর আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা লাভ করেছিলাম, আশা করেছিলাম সরকার আমাদের কথা শুনবে এবং নির্যাতন রোধে ব্যবস্থা নেবে। কিন্তু তার প্রতিফলন ঘটেনি।

মুজতবা ফয়সাল নাঈম নামের শিক্ষার্থী বলেন, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে মায়ের কাছ থেকে আমরা মাতৃভাষা শিখি, সেই মায়ের জন্য নিরাপদ সমাজ তৈরি না করতে পারায় আমাদের এখানে দাঁড়াতে হয়েছে। আজকের যে ঘটনার প্রতিবাদে আমরা এখানে, এরকম অনেক ঘটনা আগেও ঘটেছে। যদি এসব ঘটনার উপযুক্ত শাস্তি দেওয়া হতো, তবে আমাদের আজকে এই পরিস্থিতির মোকাবিলা করতে হতো না। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই—আমরা দেশকে বদলাবোই।নিলুফা ইয়াসমিন বৃষ্টি নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা রক্তের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছি। তাদের আমাদের কথা শুনতে হবে। ধর্ষকদের একমাত্র শাস্তি হতে হবে ফাঁসি এবং তা হতে হবে প্রকাশ্যে। গতকালের বাসের ঘটনাটি আমাকে ঘুমাতে দিচ্ছে না। যখন আমি আমার হাজবেন্ডের সঙ্গে চলাচল করি, তখন সবাই ভাবে আমরা নিরাপদে আছি। কিন্তু বাসের মধ্যে ধর্ষণ করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই বিষয়ের জবাবদিহি করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮