• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:০০ অপরাহ্ন
  • [কনভাটার]

‘কোয়ালিটি ভালো না হওয়ায় প্রশিক্ষণরত ৬ এএসপি বাদ পড়েছেন

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ৩০ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

কোয়ালিটি ভালো না হওয়ায় প্রশিক্ষণরত ৬ এএসপি এবং উপপরিদর্শকরা বাদ পড়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর সারদায় ৪০তম বিসিএস পুলিশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিস্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশিক্ষণে যারা ভালো করবে তারা উত্তীর্ণ হয়ে যাবে। আর প্রশিক্ষণে ভালো না করলে উত্তীর্ণ তো হতে পারবে না। এখন সবজায়গায় জিপিএ-৫ নিয়ে প্রতিযোগিতা। তাই কোয়ালিটির দিকে খেয়াল রাখতে হবে। ভালো কোয়ালিটি থাকলে অসুবিধা হবে না, তবে কোয়ালিটি ভালো না থাকলে তাকে নেওয়া যাবে না।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম ব্যাচের এসআইদের সমাপনী কুচকাওয়াজের একদিন আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ২৫২ জনকে প্রথমে কারণ দর্শাতে বলা হয়। এরপর তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। পরের ধাপে নভেম্বর মাসে আরও ৬১ জনকে একই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে বরখাস্ত করা হয়। চলতি বছরের ১৫ জানুয়ারি এই ব্যাচের ৮০৪ জনের মধ্যে ৪৮০ জন এসআই হিসেবে সমাপনী কুচকাওয়াজ প্যারেডে অংশ নেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮