প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় ও জাতীয় নির্বাচন কোনটা আগে হবে এটি রাজনৈতিক দলের বিষয়। কমিশন এখানে বির্তকে জড়াবে না। গত নির্বাচনে ১৬ লাখ মৃত ভোটার ভোট দিয়েছেন। তা যাচাইবাছাই করে জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ শেষ হবে। এর পরেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের পরবর্তী রোডম্যাপ ঠিক করবেন তিনি।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সিইসি বলেন, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সব নির্বাচন সফল করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্বাচন আইন অনুযায়ী স্ব স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
তিনি বলেন, একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য কোয়ালিটি ভোটার তালিকা প্রয়োজন। আশা করা যায় এ বছরের জুনের মধ্যে তা তৈরি করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.