• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
  • [কনভাটার]

ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা, গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ৩১ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে পাবজি গেম বিক্রির চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম এমকে সিয়াম (২২)। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সিয়াম একজন পেশাদার প্রতারক।ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান জানান, গ্রেপ্তার সিয়াম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ফেক আইডি খোলে। সে এসব ফেক আইডিতে পাবজি গেম বিক্রির নানা চমকপ্রদ বিজ্ঞাপনের প্রচারণা চালাত। পরে সে প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। এমন প্রতারণার শিকার এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সিয়ামের বিরুদ্ধে গত ৫ জুন ডিএমপির শাহজাহানপুর থানায় একটি প্রতারণার মামলা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, মামলাটি তদন্ত করার সময় গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় প্রতারক সিয়ামের অবস্থান শনাক্ত করা হয়। এরপর সিটিটিসির একটি চৌকস অভিযানিক দল গাইবান্ধা জেলা পুলিশের সহায়তায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন জীবনপুর এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করে।

ডিসি শাহজাহান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম পুলিশকে জানিয়েছে, সে গত দুই বছর ধরে এমন প্রতারণার মাধ্যমে অনেক অর্থ হাতিয়ে নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮