নির্যাতিত এক নারীকে আইনি সহায়তা দেওয়ার কথা বলে ধর্ষণ করার অভিযোগে শাহরিয়ার কবির সজল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সজল পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছোটদাপ গ্রামের দবিরুল ইসলামের ছেলে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) রিফাত আল আফসানী সাংবাদিকদের বলেন, অভিযুক্ত শাহরিয়ার কবির সজলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।ভুক্তভোগী নারী জানিয়েছেন, তিনি দীর্ঘদিন যাবত তার স্বামীর প্রতারণার শিকার। তার বিচারের জন্য বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে গত ২০ ফেব্রুয়ারি শাহরিয়ার কবির সজল তাকে আইনি সহযোগিতা দেওয়ার কথা বলে ভাটারা থানাধীন তার বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকিও দেন সজল।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) রিফাত আল আফসানী বলেন, ভুক্তভোগী নারী ঢামেক হাসপাতালে ভর্তি আছেন। রোববার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।ঢামেক হাসপাতাল ওসিসির সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিন সংবাদিকদের জানান, ভিকটিম আজ রোববার আমাদের এখানে ভর্তি হয়েছেন। আগামীকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) তার ফরেনসিকসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.