• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
  • [কনভাটার]

আ.লীগ যা করে, বিএনপি তা করে না : জুয়েল

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ২৯ জন দেখেছে
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

আওয়ামী লীগ যা করে বিএনপির নেতাকর্মীরা তা করে না- বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।

তিনি বলেন, আওয়ামী লীগ ভোট চুরি, ডাকাতি, দুর্নীতি, হত্যা, খুন, লুণ্ঠন করে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে মগের মুল্লুক বিস্তার করেছিল। বিএনপির নেতাকর্মীরা কখনো এরকম কোনো কাজে সম্পৃক্ত হতে পারে না। জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা দেশের স্বার্থে, দেশের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করে না, করবে না।সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডা থানাধীন পেট্রোল পাম্প মাঠে ৩৭নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্যে জুয়েল এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর যুবদলের এ আহ্বায়ক বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পরাজিত শক্তি ও তার দোসররা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীদেরকে সর্বদা সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা প্রদান করেন।

শরীফ উদ্দিন জুয়েল বলেন, যারা আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যারা নেতৃত্বে ছিল এবং যারা ৫ আগস্ট -এর পর চরিত্র হারায়নি, তারাই একমাত্র যুবদলের নেতৃত্বে আসবে। যাদের বিরুদ্ধে দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, মাদকের বিস্তারে সহযোগিতা করা -এরকম কোনো অপকর্মে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে, তারা যুবদলে কোথাও স্থান পাবে না।

জুয়েল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে এবং জনগণের কাঙ্ক্ষিত দেশ গড়ায় মনোযোগী হবে। তিনি যুবদলের নেতাকর্মীদেরকে জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনদুর্ভোগের সৃষ্টি হয় এমন কোনো কাজে যদি কেউ জড়িত হয়, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।

৩৭নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক এলিম গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব তারেক রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এমএ কাইয়ুম। আরো উপস্থিত ছিলেন- মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, জাহিদ হোসেন মোড়ল, শামীম আহমেদ, সদস্য মনিরুল ইসলাম পিন্টু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮