এদিন শিক্ষার্থীদের পক্ষে দেওয়া ৩টি দাবির স্মারকলিপি প্রদান ও বিকল্প ব্যবস্থা তিনি উপাচার্যের সামনে উপস্থাপন করেন।
দাবিগুলো হলো- ৪টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দিতে হবে, ন্যাশনাল মেডিকেলের সঙ্গে চুক্তি করতে হবে যেখানে ন্যাশনাল মেডিকেলের সব সেবাসমূহ জবি শিক্ষার্থীরা ৩২% টাকা দিয়ে গ্রহণ করতে পারবে, ‘জবি মেডিকেল সেন্টারে’ জবির অনিয়মিত অসুস্থ শিক্ষার্থীদের ৮০% ওষুধ প্রদান করতে হবে। জবি মেডিকেল সেন্টারে ডেঙ্গু টেস্ট ও এক্স-রে চালু করতে হবে, সাতদিনের মধ্যে দাবিসমূহ বাস্তবায়ন করতে হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমরা শিক্ষার্থী-শিক্ষক, কর্মকতা-কর্মচারী সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আশপাশে ৫টি হাসপাতালে চুক্তির চিঠি পাঠিয়েছি। অ্যাম্বুলেন্স বাড়ানোর বিষয়ে আমরা ভাবছি।
উপাচার্য আরও বলেন, আমি ইতোমধ্যেই ৩ দিন ‘জবি মেডিকেল সেন্টার’ পরিদর্শন করেছি। প্রয়োজনীয় বিষয়গুলো ঠিক মতো দেওয়ার ব্যবস্থা করেছি। ইব্রাহিমের দেওয়া দাবিগুলো আমরা আগে থেকেই ভাবছি। আমরা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করব।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ও ছাত্র উপদেষ্টা, দাবিসমূহে একাত্মতা প্রকাশকারী ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.