• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]

১৩ বছর পর সম্পর্কটা বিয়েতে গড়াল : মেহজাবীন

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ২৬ জন দেখেছে
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কয়েক দিন ধরেই তার এবং নির্মাতা আদনান আল রাজীবের বিয়ের গুঞ্জন চলছিল মিডিয়াপাড়ায়। এবার অভিনেত্রী নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে বিয়ের বিষয়টি সবাইকে জানালেন। গাঁটছড়া বেঁধেছেন ১৩ বছরের প্রেমিক প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে।

মেহজাবীন ও রাজীবের বিয়েতে কড়া গোপনীয়তা ছিল, ফলে বিয়ের ছবি প্রকাশে বিধিনিষেধ ছিল। এরপর নিজেই আজ (২৪ ফেব্রুয়ারি) বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন। এরপর আবেগঘন এক স্ট্যাটাসে মেহজাবীন লিখেছেন, ‘২০১২ সালের ৯ এপ্রিল- একটি বাঁকা দাঁতওয়ালা ছেলে, যার হাসি ছিল অপূর্ব, সে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি একটি শুটিং হাউসের টেরেসে দাঁড়িয়ে ছিলাম, আর সে রাস্তা থেকে আমার দিকে হাত নেড়ে দিল। আমরা মাত্র ১৫ মিনিট কথা বললাম, হাত মিলালাম এবং যখন সে চলে গেল আমি অনুভব করলাম আমার হৃদয়ের একটি টুকরোও তার সাথে চলে গেল। আমি তখনই বুঝে গিয়েছিলাম- এই হলো সেই মানুষ।’ছবি এবং তার এমন স্ট্যাটাস মুহূর্তেই নজন কাড়ে তার ভক্তদের। এরপর সহকর্মী এবং ভক্তদের ভালোবাসায় সিক্ত হতে থাকেন তিনি।

এর আগে ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়ে হলুদ সম্পন্ন হয় তাদের। জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আকদ সম্পন্ন হয়। আজ ২৪ ফেব্রুয়ারি হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। এর আগে মেহজাবীন জানান ১৩ বছর পর সম্পর্কটা বিয়েতে গড়াল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮