গাজীপুরে পৃথক উপজেলা থেকে এক অটোরিকশাচালক ও নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের পূর্ব ধীরাশ্রমের কোনাপাড়া এলাকা থেকে অটোরিকশাচালক ও কাপাসিয়ার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশাচালক হাবিবুর রহমান জামালপুর জেলার বাসিন্দা। তিনি পূবাইলের মেঘডুবি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে হাবিবুর রহমান তার অটোরিকশা নিয়ে পূবাইল এলাকা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না। মঙ্গলবার সকালে পূর্ব ধীরাশ্রম এলাকায় রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
গাজীপুর মেট্রোপলিটন সদর জয়দেবপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে।কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাঁচুয়া গ্রামের পতিত জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, ওই নারী ভিক্ষুক ছিলেন। তার চোখে অন্ধত্ব ভাব রয়েছে। তার কাছ থেকে একটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগে পাউরুটি, খাবার পানি ও পাঁচ মিশালি চাল পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.