• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]

সাভারে ফায়ার এক্সটিংগুইশার বিস্ফোরণ, নিহত ২

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ২৪ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

সাভারে রহিম আফরোজ কারখানায় ফায়ার এক্সটিংগুইশার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার রহিম আফরোজ কারখানায় এ ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিক হলেন ওয়ালিউল্লাহ (৫১) ও ফয়জুদ্দিন (৪০)।

অলিউল্লার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার গোপীনাথপুর গ্রামে। তিনি সাভারের একটি বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করত।অলিউল্লার ছেলে রুবেল জানান, ‘আমার বাবা দিনমজুরের কাজ করতেন। যেখানে যে কাজ পেতেন তিনি সেই কাজই করতেন। মঙ্গলবার আমার বাবার রহিম আফরোজ ফ্যাক্টরিতে কাজ করতে এসে মঙ্গলবার ভোরে ফায়ার এক্সটিংগুইশার বিস্ফোরণে নিহত হন। আমি এখন সাভার মডেল থানায় রয়েছি। আমার বাবার মরদেহ ময়নাতদন্তের জন্য সাভার থানায় রাখা হয়েছে।’

অন্যদিকে আব্দুল আজিজের ছেলে ফয়জুদ্দিনের (৪০) বাড়ি ভোলা জেলার ভোলা থানার পশ্চিম চরখালী গ্রামে। ফয়জুদ্দিন বিরুলিয়া এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে দিনমজুর হিসেবে কাজ করত। ফয়জুদ্দিনের ছোট ভাই জানান, মালিকপক্ষের সঙ্গে আমাদের একটা কথাবার্তা হয়েছে। একটি দুর্ঘটনায় আমার ভাই নিহত হয়েছে। সুতরাং আমি চাই না আমার ভাইয়ের মরদেহ কাঁটা ছাড়া করা হোক। তাই আমরা কোনোরকম ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে দাফন করতে চাচ্ছি। আমাদের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।পুলিশ জানায়, রাজধানী ঢাকার মেট্রো নেট বাংলাদেশ থেকে মালামাল নিয়ে ভোরে একটি গাড়ি সাভারে রহিম আফরোজ কারখানায় আসে। পরে কারখানার ভেতরে মালামাল নামানোর সময় হঠাৎ ফায়ার এক্সটিংগুইশার বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন এবং পরে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন শ্রমিক নিহত হয়। খবর পেয়ে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কারখানা কতৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে চাচ্ছেন। তাদের সঙ্গে কথা বলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮