• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]

তুরস্কের ৪০ বছরের লড়াইয়ের অবসান, পিকেকে-কে অস্ত্র সমর্পণের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক। অনলাইন সংরক্ষণ / ১৩ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

তুরস্কের বিরুদ্ধে ৪০ বছরের লড়াইয়ের অবসান ঘটাতে যাচ্ছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। গোষ্ঠীটির প্রধান নেতা আব্দুল্লাহ ওকালান তার সমর্থকদের অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সঙ্গে পিকেকে-কে বিলুপ্ত করারও আহ্বান জানিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, গত তিন যুগে এটি তুরস্কের সবচেয়ে বড় বিজয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কারাবন্দি নেতা আবদুল্লাহ ওকালানের সঙ্গে সাক্ষাৎ করতে যান কুর্দিপন্থি ডিইএম পার্টির একটি প্রতিনিধিদল। সেখানে তিনি পিকেকে-কে অস্ত্র সমর্পনের আহ্বান জানান। একইসঙ্গে তিনি কুর্দিদেরকে রাষ্ট্র ও সমাজের সঙ্গে মিলিত হয়ে যাওয়ার পরামর্শ দেন।সাক্ষাতে ওকালানের কাছে তার নির্দেশনা জানতে চান প্রতিনিধিদল। এরপর তাদের কাছে নিজের ইচ্ছার কথা জানান কারাবন্দি নেতা। পরে ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে এই রাজনীতিবিদরা তার সিদ্ধান্তের কথা জানান। তারা বলেন, আব্দুল্লাহ ওকালান বলেছেন, ‘আমি আপনাদের কাছে অনুরোধ করছি (কুর্দি) কংগ্রেসের অধিবেশনের ডাক দিন। রাষ্ট্র ও সমাজের সঙ্গে মিলিত হয়ে যান।’

অনুসরীদের এই কুর্দি নেতা আরও বলেছেন, যেহেতু পিকেকে-কে তাদের মতপ্রকাশের স্বাধীনতা দেওয়া হয় না। তাই তাদের পরিধি কমে এসেছে। এ কারণে অন্যান্য দলের মতো তাদের সময় শেষ হয়ে এসেছে। সমসাময়িক কমিউনিটি অথবা দলগুলো চাপের মুখে নিজেদের বিলুপ্ত না করে স্বেচ্ছায় বিলুপ্ত হয়েছে। তিনি নির্দেশ দেন, ‘কুর্দি সব দল যেন অস্ত্র ফেলে দেয় এবং পিকেকে-কে যেন বিলুপ্ত করা হয়।’

১৯৮৪ সালে কুর্দিদের জন্য একটি জাতিগত আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে পিকেকে তাদের লড়াই শুরু করে। সেই লড়ইয়ে এখন পর্যন্ত ৪০,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে। পরে কুর্দিরা তাদের বিচ্ছিন্নতাবাদী লক্ষ্য থেকে সরে এসে দক্ষিণ-পূর্ব আনাতোলিয়ায় একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং বৃহত্তর কুর্দি অধিকারের দাবি জানাতে থাকে।

পিকেকে-র সাথে যুক্ত গোষ্ঠীগুলো তুরস্কে মাঝেমধ্যেই হামলা চালিয়ে আসছে। তারা গাড়ি বোমা ও অন্যান্য উপায় ব্যবহার করে তুরস্কের সেনা ও সামরিক অবকাঠামোর ওপর হামলা করে থাকে। তুরস্কের পাশাপাশি সিরিয়া এবং ইরাকেও এই গোষ্ঠীর সদস্যদের অবস্থান রয়েছে। দলটির প্রধান নেতার অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশের মাধ্যমে তুরস্কের বিরুদ্ধে কুর্দি এ দলটির চার দশকের লড়াই শেষ হচ্ছে।

৭৫ বছর বয়সী ওকালান, রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ১৯৯৯ সাল থেকে ইস্তাম্বুলের কাছে ইমরালি দ্বীপে কারাবন্ধি। কারাবাস সত্ত্বেও, তিনি পিকেকে-র উপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে চলেছেন এবং গ্রুপের নেতৃত্ব ব্যাপকভাবে তার যেকোনো আহ্বানে সাড়া দেবেন বলে আশা করা হচ্ছে।

ওকালানের এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি গ্রুপ এবং তুর্কি রাষ্ট্রের মধ্যে শান্তির জন্য একটি নতুন প্রচেষ্টার অংশ, যা অক্টোবরে প্রেসিডেন্ট এরদোয়ানের জোট অংশীদারদের ডেভলেট বাহসেলি দ্বারা শুরু হয়েছিল। জাতীয়তাবাদী রাজনীতিবিদ পরামর্শ দিয়েছিলেন, ওকালান যদি তার গ্রুপকে সহিংসতা ত্যাগ করাতে পারে এবং বিচ্ছিন্নতাবাদী চিন্তা থেকে সরে আসে তবে তাকে প্যারোল দেওয়া যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮