দিনাজপুরের বিরামপুরে মাদক মামলায় ৩২ বছর পলাতক থাকার পর বাড়ি ফিরতেই গ্রেপ্তার হলেন ১৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি। গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার শামসুল আলম ওরফে আলম (৫৫) উপজেলার হরিকৃষ্ণপুর বাধনসখা গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে এবং পেশায় একজন মাদক ব্যবসায়ী।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক কালবেলাকে জানান, দিনাজপুর আদালতের বিশেষ ট্রাইব্যুনালে মাদক মামলায় শামসুল আলম ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে বিরামপুর থানায় একটি মামলা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। ১৯৯৬ সালে আদালত তাকে ১৪ বছরের কারাদণ্ড দেন। দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশ বিভিন্ন সময়ে তার অবস্থান শনাক্তের চেষ্টা করেও ব্যর্থ হয়। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ জানতে পারে, শামসুল আলম বাড়িতে ফিরেছেন। রাত ১টার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, শামসুল আলম দীর্ঘদিন পলাতক ছিলেন। আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হওয়ায় তাকে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.