• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

যে জন্য রাজনীতিতে এসেছেন, জানালেন তাসনিম জারা

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ২২ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

‘আমরা ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসিনি, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এসেছি‘, এমনটা বলেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. তাসনিম জারা বলেন, বিগত সময়ের রাজনীতি ছিল ক্ষমতার খেলা, জনগণের সঙ্গে প্রতারণা ও স্বার্থের লেনদেন। আমরা এর অবসান চাই। আমরা এমন রাজনীতি করতে চাই, যেখানে কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না; রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা।

তিনি আরও বলেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে যে কেউ তার যোগ্যতা ও সততার ভিত্তিতে জনগণকে নেতৃত্ব দিতে পারবে। এতে তার পারিবারিক পরিচয় মুখ্য হয়ে উঠবে না।

উপস্থিত ছাত্র-জনতার উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই সিনিয়র যুগ্ম সদস্য সচিব বলেন, বাংলাদেশ শিগগির বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে। আমরা এমন রাজনীতি করতে আসিনি, যেখানে মানুষ বলবে, সব দলই এক।

জাতীয় নাগরিক পার্টি স্বাস্থ্য ও শিক্ষাকে পণ্যে পরিণত হতে দিতে চায় না বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন তাসনিম জারা।

এর আগে আজ বিকাল সোয়া ৪টার দিকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, গীতাপাঠ, ত্রিপিটক, বাইবেল থেকে পাঠের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে দুটি সংগঠন গড়ে ওঠে। এই দুই সংগঠনের উদ্যোগে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮