জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে দেশে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ ঘটেছে। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যরা৷
আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে শহীদ আবু সাঈদের পরিবারকে অন্য শহীদ পরিবারের মাধ্যমে ডাকা হয়েছে। উপস্থিত হওয়ার পর তাদের খোঁজখবর নেওয়া হয়নি। এমন অভিযোগে ক্ষোভ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন আবু সাঈদের ভাই আবু হোসেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবু হোসেন তার ফেসবুক আইডিতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের একটি ছবিসহ পোস্ট করেন।
পোস্টে তিনি লিখেন, ‘মনে অনেক দুঃখ-ব্যথা নিয়ে পোস্ট করতে বাধ্য হলাম। সব শহীদদের প্রতি সম্মান রেখে বলছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্য শহীদ ফ্যামিলিদের মাধ্যমে আমন্ত্রিত হয়েছি। তাদের কারও সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর কাউকে খোঁজখবর নেয়নি অথচ অন্যান্য শহীদ ফ্যামিলিদের নিয়ে টানাটানি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন প্রথম শহীদ আবু সাঈদ। যার আত্মত্যাগের কারণে কোটা সংস্কার আন্দোলনে গণঅভ্যুত্থানে রূপ নেয়। তৈরি হয় নতুন বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়জন সমন্বয়ক শহীদ আবু সাঈদের ফ্যামিলির খোঁজ নিয়েছে। অথচ অনেক সাধারণ মানুষ এবং অনেক রাজনৈতিক দলের ব্যক্তি আমাদের খোঁজ নিয়েছে। এখনো এই অবস্থা- ভবিষ্যতের কথা বাদ দিলাম। যাই হোক নতুন রাজনৈতিক দলের সফলতা কামনা করছি।’
এদিকে আবু হোসেনের এ পোস্টটিতে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। রায়হান আহমেদ নামে একজন মন্তব্য করেছেন, যার শাহাদাতে এই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নিয়েছে, যার অসিলায় নতুন বাংলাদেশ, তার পরিবারকে এতো তাড়াতাড়ি ভুলে যাওয়া কোনোভাবেই কাম্য নয়, আমরা মেধাবী সন্তানকে হারিয়েছি। এটার মর্ম তারা কী করে বুঝবে।
মাহমুদুল হাসান নামে আরেকজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, বৈষম্য শব্দটা আজকাল একটু বিরক্তিই মনে হচ্ছে ছোট ভাই, বৈষম্য আদৌ কি বিদায় হয়েছে? শফিকুল ইসলাম নামে আরেকজন মন্তব্য করেন, আপনারা সবচেয়ে বেশি ভুল করেছেন, মৃত ব্যক্তিকে নিয়ে রাজনীতি করতে দেওয়া।
এ বিষয়ে জানতে শহীদ আবু সাঈদের ছোট ভাই আবু হোসেনকে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কল রিসিভ হয়নি।
এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইসমাঈল হোসেন রাব্বির বোন মীম আক্তার। নতুন এ দলের কমিটিতে মোট ১৫১টি পদ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.