রাজধানীর আদাবর থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান খোকনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করে আদাবর থানা পুলিশের উপপরিদর্শক মো. চাঁদ আলী।
এ সময় আসামিপক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার তাকে আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.