লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জে ২১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনজনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক প্রভাত চন্দ্র মিস্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তার তিনজন হলেন- মাহবুব আলম, মো. লিটন ও মো. জয়নাল। তারা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাক্সমুল ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা। এর আগে শুক্রবার দুপুরে তাদের লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার ‘মা ফুডস এজেন্সি’র নামের দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানা গেছে, গাঁজা নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে মাহবুব, লিটন ও জয়নাল নোয়াখালীর দিকে যাচ্ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি দল অটোরিকশাটি থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু তারা সংকেত অমান্য করে অটোরিকশাটি ঘুরানোর চেষ্টা করে। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ২১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গাঁজাগুলো সাতটি পলিথিনের ভেতর মোড়ানো ছিল। প্রতি পলিথিনে সাত কেজি করে গাঁজা ছিল। অটোরিকশা ও দুটি মোবাইল জব্দ করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক প্রভাত চন্দ্র মিস্ত্রী বলেন, তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেছি। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.