• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
  • [কনভাটার]

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ২৯ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

শরীয়তপুরের জাজিরায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে গৌতম হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মনিরুদ্দিন সরদারকান্দি এলাকায় জাজিরা-নড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৌতম হাওলাদার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার সন্তোষপুর গ্রামের সঞ্জয় হাওলাদারের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গৌতম শরীয়তপুরের নড়িয়ায় অবস্থিত তার ফুফুর বাড়িতে সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। পথিমধ্যে জাজিরা উপজেলার মনিরুদ্দিন সরদারকান্দি এলাকায় পৌঁছলে অটোরিকশার চাকা ফেটে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা আরোহীরা বেরিয়ে আসতে সক্ষম হলেও গৌতম অটোরিকশার নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাজিরা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। প্রাথমিক তদন্তে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশার চাকা ফেটে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গৌতম গুরুতর আহত হয়ে মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮