বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনিদের নেতা নায়েল বারঘুতি। ৪৫ বছর ধরে তিনি ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নায়েল বারঘুতি বিশ্বের সবচেয়ে দীর্ঘসময় ধরে কারাগারে থাকা রাজনৈতিক বন্দি এবং ফিলিস্তিনি বন্দিদের ডিন হিসেবে পরিচিত। তিনি তার জীবনের প্রায় দুই-তৃতীয়াংশ কারাগারে কাটিয়েছেন। ৬৭ বছর বয়সী এ নেতা গত বৃহস্পতিবার ইসরায়েল এবং হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে মুক্তি পেয়েছেন।
বারঘুতি ইসরায়েলের হেফাজতে ৪৫ বছর কাটিয়েছেন, যার মধ্যে টানা ৩৪ বছর কারাগারে ছিলেন। ২০০৯ সালের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী তিনি বিশ্বের স
ফিলিস্তিনি বন্দিদের মধ্যে তিনি আবু আল-নূর নামে পরিচিত। এছাড়া তিনি ইসরায়েলি কারাগারে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আটক থাকা ফিলিস্তিনি বন্দি।
বারঘুতি ২০১১ সালের গিলাড শালিট বন্দি বিনিময় চুক্তিতে হামাসের মাধ্যমে মুক্তি পেয়েছিলেন। এরপর তিনি পশ্চিম তীরের রামাল্লার কাছে তার নিজ শহর কোবারে ফিরে গিয়েছিলেন। তবে ২০১৪ সালে ইসরায়েল চুক্তির শর্ত লঙ্ঘন করে তাকে পুনরায় গ্রেপ্তার করে এবং তার আগের যাবজ্জীবন কারাদণ্ড পুনর্বহাল করে।
বারঘুতির পরিবার জানিয়েছে, মুক্তির পর ফিলিস্তিনের বাইরে নির্বাসনে থাকার জন্য সম্মত হয়েছেন তিনি। এ শর্ত তাকে ইসরায়েল দ্বারা পুনরায় গ্রেপ্তার হওয়া থেকে কিছুটা স্বাধীনতা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.