এশিয়ার দুই মুসলিম দেশের জন্য অপেক্ষা করছে দুঃসংবাদ। যুক্তরাষ্ট্রে এশিয়ার দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।
সংশ্লিষ্ট ৩টি সূত্রের বরাতে বৃহস্পতিবার (০৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়ার এ দুই দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন। আগামী সপ্তাগে এটি কার্যকর হতে পারে। এছাড়া তালিকায় আরও দেশ থাকতে পারে। তবে সেসব দেশের বিষয়ে সূত্র কিছু জানাতে পারেনি।
২০১৬ সালে প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ৭টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন ট্রাম্প। সবশেষ ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের এই নিষেধাজ্ঞা বহাল রাখেন। পরবর্তীতে ২০২১ সালে পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন নিষেধাজ্ঞাটি বাতিল করেন। এছাড়া এটিকে তিনি ‘যুক্তরাষ্ট্রের বিবেকের ওপর দাগ’ হিসেবেও উল্লেখ করেন।
ট্রাম্পের এ নিষেধাজ্ঞায় মারাত্মক বিপাকে পড়বেন প্রায় দুই লাখ আফগানি। কেননা তারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত হওয়ার জন্য নির্ধারিত হয়েছেন। তালেবান সরকার ক্ষমতায় আসার পর দেশটির হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদন করেন। তালেবান তাদের ওপর প্রতিশোধ নেবে দাবি করে এ আবেদন করেন। কেননা তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের দুই দশের যুদ্ধে গোষ্ঠীটির বিরুদ্ধে কাজ করেছেন।
চলতি বছরের ২০ জানুয়ারি শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর একটি নির্বাহী আদেশ জারি করেন তিনি। আদেশে বলা যুক্তরাষ্ট্রে আবেদনকারীদের প্রক্রিয়ায় কড়াকড়ির কথা বলা হয়। ওই নির্বাহী আদেশে বেশ কয়েকটি সরকারি সংস্থাকে আগামী ১২ মার্চের মধ্যে যেসব দেশের পরীক্ষা প্রক্রিয়া অপর্যাপ্ত নয় তাদের তালিকা দিতে বলা হয়।
রয়টার্স জানিয়েছে, এ তালিকায় আফগানিস্তানের নাম রয়েছে। এছাড়া পাকিস্তানের নামও প্রস্তাব করা হতে পারে। ফলে দেশ দুটির নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.