কানাডার তরুণদের মধ্যে অ্যালকোহল সেবনের কারণে বিভিন্ন রোগ দ্রুত বাড়ছে। বিশেষ করে, অগ্ন্যাশয় (প্যানক্রিয়াস) ও লিভারের সমস্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নারীদের ক্ষেত্রে এই প্রবণতা আরও বেশি বলে জানিয়েছেন গবেষকরা।
বৃহস্পতিবার (৬ মার্চ) গবেষণাটি নিয়ে মেডিকেল এক্সপ্রেস নামক জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গবেষণাটি কানাডার কিংস্টন হেলথ সায়েন্সেস সেন্টার ও কুইন্স ইউনিভার্সিটির গবেষকরা ২০০৩ থেকে ২০২১ সাল পর্যন্ত তরুণদের স্বাস্থ্যবিষয়ক তথ্য বিশ্লেষণ করেছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘JAMA Network Open’ মেডিকেল জার্নালে।
গবেষণায় ১৮ বছরে ১১,৫০৮ জন তরুণ-তরুণীর অ্যালকোহলজনিত অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতির ঘটনা পাওয়া
অ্যালকোহলের কারণে অগ্ন্যাশয়ের (প্যানক্রিয়াস) সমস্যা ২৯% এবং লিভারের সমস্যা ১৯%। নারীদের মধ্যে অ্যালকোহলের কারণে রোগ বৃদ্ধির হার বেশি।
এর ফলে প্রতি বছর পুরুষদের প্যানক্রিয়াসের রোগ ৭% এবং নারীদের ১২% হারে বেড়েছে। পুরুষদের লিভারের সমস্যা ৬% এবং নারীদের ৯% হারে বেড়েছে।
নারীদের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতির হার ২% বাড়লেও, পুরুষদের ক্ষেত্রে তা ১% কমেছে।
গবেষকরা এখনো নিশ্চিত নন, তবে জৈবিক গঠন, অ্যালকোহল গ্রহণের ধরন এবং রোগ নির্ণয়ের পার্থক্যের কারণে এমনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, বিশ্বে ২০ থেকে ৩৯ বছর বয়সী তরুণদের মৃত্যুর ১৩.৫% এর কারণ অ্যালকোহল। গবেষকরা বলছেন, অ্যালকোহলের ক্ষতিকর দিক নিয়ে আরও সচেতন হওয়া দরকার। চিকিৎসার পাশাপাশি নেশা থেকে বেরিয়ে আসতে সহায়তা করার উদ্যোগ নিলে তরুণদের এই ঝুঁকি কমানো সম্ভব।