• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]

ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান, অস্ত্রসহ নানা সামগ্রী উদ্ধার

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ১৯ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

রাঙামাটির কাউখালীর ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকায় ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার (৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে এ আস্তানার অস্তিত্ব পাওয়া যায়।

এদিন বিকেলে এক বিফিংয়ে এ তথ্য দেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল জুনায়েদ শাহ চৌধুরী। অভিযানের বিস্তারিত জানান সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের ব্রিগেডিয়ার মেজর তাজদিক বিন নজরুল।

তিনি বলেন, শুক্রবার ভোরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাউখালীতে ইউপিডিএফের (মূল) শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানকালে সেনাবাহিনী ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান মেলে। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ওই আস্তানা থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, একটি বাইনোকুলার, একটি ওয়াকিটকি সেট, একটি হার্ডডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম, চাঁদা আদায়ের রসিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অভিযান চলাকালে ইউপিডিএফ (মূল) তাদের চিরাচরিত কৌশল অনুযায়ী কয়েকজন পাহাড়ি নারীকে দিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অভিযানে বাধা দিতে চেষ্টা করে। সে সঙ্গে আটক করা গোলাবারুদ ও সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এমন পরিস্থিতিতেও সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে মামলা করা হচ্ছে বলে প্রেস ব্রিফিংয়ে জানান রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১