নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীর প্রকাশ্য কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা শুরু করেছে এবং তাদের কার্যক্রম ঠেকাতে রাষ্ট্রীয় বাহিনী ব্যর্থতা পরিচয় দিয়েছে, এমন অভিযোগ করে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ।
শুক্রবার (৭ মার্চ) ইফতারের পর সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে তারা মিছিল শুরু করবে বলে জানিয়েছে সংগঠনটি।
এদিকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীর তাদের পূর্বঘোষিত ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে। মিছিল শুরু করার কিছু সময় পর সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এর আগে বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনের রাস্তায় জড়ো হয় কয়েক হাজার মানুষ। তারা ‘মুক্তির এক পথ, খিলাফত খিলাফত’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন।
তুরস্কে খিলাফত পতনের ১০১ বছরের প্রেক্ষাপটে হিযবুত তাহ্রীর ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি ডাক দেয় বলে জানা গেছে।
এই কর্মসূচি থেকে হিযবুত তাহ্রীরের কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে মোট কয়জনকে আটক করা হয়েছে, সে সংখ্যা এখনো জানা যায়নি।
গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে হিযবুত তাহরীরের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ইউনিট।
শুক্রবার এক বার্তায় পুলিশ সদর দপ্তর জানায়, হিযবুত তাহ্রীর নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
গতকাল ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক হিযবুত তাহ্রীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
আরও জানায়, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠন কর্তৃক সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.