বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, হয়তো গুম করা পাবলিক দেশে আসবে না কিন্তু পায়ের রগ কাটা পাবলিক এখনো দেশে আছে। জাতীয়তাবাদী বিশ্বাসী সবাই ভাই ভাই, এই বিশ্বাসটা রাখতে হবে।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে পিরোজপুর পৌর বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের মিলনায়তনে এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
টিপু বলেন, তারেক রহমানের নির্দেশে তৃণমূল থেকে কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। আগামী নির্বাচনে যেন জয়লাভ করতে পারি সে লক্ষ্যে কাজ করতে হবে। বাংলাদেশে জাতীয়তাবাদী দলের শত্রু সবচেয়ে বেশি। আমরা একমাত্র দল যাদের বাইরে বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই। কিন্তু অন্যান্য অনেক দলের নেতাদের বাইরের প্রভু আছে।
পিরোজপুর পৌর বিএনপির আহ্বায়ক শেখ শহীদুল্লাহ শহীদের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সদস্য শেখ হাসানুল কবির লীন, পৌর বিএনপির সদস্য সচিব সরোয়ার হোসেন।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.