• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
  • [কনভাটার]

ঢাকায় গোপাল নিয়ে নগর পরিক্রমা হিন্দু সম্প্রদায়ের

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ২৪ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

ভগবান গোপালকে নিয়ে নগর পরিক্রমা করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।

শুক্রবার (০৭ মার্চ) সকালে রাজধানীর পুরান ঢাকার তাঁতী বাজারে অবস্থিত জগন্নাথ মন্দির থেকে এই নগর পরিক্রমা শুরু হয়ে শাখারী বাজার মোড় হয়ে পুনরায় মন্দিরের সামনে গিয়ে শেষ হয়।হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বাসা-বাড়ি থেকে গোপাল বিগ্রহ নিয়ে এই নগর পরিক্রমায় অংশগ্রহণ করেন। শ্রী শ্রী জগন্নাথ জিঁউ ঠাকুর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান হয়।

কর্মসূচিতে মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক তারক বড়ালসহ অন্যরা উপস্থিত ছিলেন।জানতে চাইলে শ্রী শ্রী জগন্নাথ জিঁউ ঠাকুর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তারক বড়াল শুক্রবার বিকেলে কালবেলাকে বলেন, প্রতি বছর ফাল্গুন মাসের যেকোনো শুক্রবারে আমরা পুরান ঢাকায় গোপাল উৎসব করে থাকি। এবারও এই উৎসব হচ্ছে। উৎসবের অংশ হিসেবে আমরা গোপাল নিয়ে নগর পরিক্রমা করেছি। মা-বোনেরা তাদের বাসা-বাড়ি থেকে দুই শতাধিক গোপাল নিয়ে এই নগর পরিক্রমায় অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, দিনব্যাপী উৎসবের অংশ হিসেবে ভোরে জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতী ও সকালের আরতী হয়েছে। এরপর গোপাল নিয়ে নগর পরিক্রমা শেষে দুপুরে ভোগ আরতী হয়েছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে আরতী ও প্রসাদ বিতরণ শেষে গোপাল নিয়ে সবাই বাড়িতে ফিরে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১