• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
  • [কনভাটার]

ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্য গড়ে তুলুন : আমিনুল হক

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ২৪ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

রমজানের শিক্ষায় আত্মশুদ্ধির মাধ্যমে মানবসেবায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

শুক্রবার (০৭ মার্চ) মাহে রমজান উপলক্ষে রাজধানীর মিরপুর-৬ নম্বর মাদ্রাসায়ে দারুল উলূম-এর ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রমজান হলো আত্মশুদ্ধির মাস। এ মাসে একজন মুমিন তার হৃদয়কে তাকওয়ার মাধ্যমে আলোকিত করে। এ মাসে আমাদের রমজানের শিক্ষায় বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে।

এ সময় আমিনুল হক বলেন, আজ সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে ষড়যন্ত্রকারীরা অরাজকতার পরিস্থিতি তৈরি করতেছে। যে কোনো উপায়ে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে তিনি ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

এর আগে আমিনুল হক পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানী পল্লবীর রূপনগরের সাতটি স্পটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সর্বসাধারণের মাঝে ইফতার বিতরণ করেন।

ইফতার বিতরণকালে তার সঙ্গে ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী, পল্লবী থানা যুবদল সভাপতি হাজি নূর সালাম, রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, রূপনগর থানা বিএনপির ৭নং ওয়ার্ড সভাপতি শফিকুর রহমান মামুন, স্বেচ্ছাসেবকদল রুপনগর থানার আহ্বায়ক কায়সার হামিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজেদুল আলম টুটুল, ছাত্রদল রূপনগর থানার সভাপতি মনিরুজ্জামান রনি, ছাত্রদল নেতা মো. আল আমিন, পল্লবীর ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ওয়াহিদুজ্জামান ফরহাদ সাধারণ সম্পাদক আউয়াল ইসলাম তপন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১