• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]

খাবার ও বেলুনের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ১৭ জন দেখেছে
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫

মুন্সীগঞ্জে খাবার ও বেলুনের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্ষণের শিকার ওই দুই শিশুর মধ্যে একজনের বয়স ৮ বছর, অন্যজনের ১০ বছর। গ্রেপ্তার হয়েছেন সেকান্দোর আলী চোকদার (৬৫) নামে এক বৃদ্ধ।

শনিবার (৮ মার্চ) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় মুন্সীগঞ্জ সদর থানা-পুলিশ

গ্রেপ্তার সেকান্দোর মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি সেরাজবাদ গ্রামের ইসমাইল চোকদারের ছেলে। তিনি সদরের চর মুক্তারপুর এলাকায় শরবত বিক্রি করেন বলে জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (২ মার্চ) বিকেল ৩টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। তবে বিষয়টি শুক্রবার রাতে জানাজানি হয়। পরে ধর্ষণের ঘটনায় দুই শিশুর মধ্যে একজনের মা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই দুই শিশু তাদের পরিবারের সঙ্গে সদরের চরমুক্তারপুর এলাকায় ভাড়াবাড়িতে থাকত। দুই শিশুকে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের নির্জনে নিয়ে ধর্ষণ করে আসামি।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম জানান, শুক্রবার রাতে দুই শিশুর একজন তার মাকে ঘটনাটি জানায়। পরে স্থানীয়রা আসামিকে আটক করে জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ সেখানে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে ওই মা।

এদিকে দুই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১