রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে সোনা লুটের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (০৮ মার্চ) সকালে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় খোয়া যাওয়া স্বর্ণ ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ দুপুর ১২টা ১৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই ঘটনায় সাংবাদিকদের বিস্তারিত জানাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডে আনোয়ার হোসেনকে নিজ বাড়ির সামনে গুলি করে তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত ব্যবসায়ী বনশ্রী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানায়।
হাসপাতালে নিয়ে আসা অলংকার জুয়েলার্সের মালিক মুজিবুর রহমান জানান, আনোয়ার হোসে রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেলে এসে কয়েকজন তার গতিরোধ করে। এ সময় আনোয়ার হোসেনের কাছে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তাকে চার রাউন্ড গুলি করা হয়। পরে তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.