সাতক্ষীরার শ্যামনগরে সরকারি কাজে বাধা প্রদান ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৮ মার্চ) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগের বিষয়ে জানান ঠিকাদারি প্রতিষ্ঠান আর রাদ করপোরেশনের অ্যাডমিন ইনচার্জ মো. আব্দুর রহমান।
কাজে বাধা প্রদান ও চাঁদাদাবির প্রতিবাদে অভিযোগ নজরুল ইসলামের বিরুদ্ধে। তিনি বুডিগোয়ালিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে ঠিকাদারি প্রতিষ্ঠান আর রাদ করপোরেশনের অ্যাডমিন ইনচার্জ মো. আব্দুর রহমান জানান, আর রাদ করপোরেশন ও বাংলাদেশ নৌবাহিনী যৌথ চুক্তির মাধ্যমে জাইকার অর্থায়নে পাওবি-১ এর শ্যামনগর উপকূলীয় পাঁচটি স্থানে নদীশাসনের কাজ পেয়েছে। তারই ধারাবাহিকতায় সেখানে কাজ চলমান রাখে। প্রকল্প শুরু থেকে যথাযথ নিয়ম অনুসরণ করে টাস্কফোর্সের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছে। এই কাজে ব্যবহৃত প্রতিটি উপাদান বুয়েট পরীক্ষাগারে কৃতকার্য হওয়ার পরে কাজে ব্যবহার করা হয়। তাছাড়া কাজটি জাইকার অর্থায়নে হওয়ায় জাইকার প্রতিনিধি দল প্রতিমুহূর্তে এখানে পরিদর্শন করেন। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি দল বিষয়টি মনিটরিং করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সেক্ষেত্রে এখানে কোনো প্রকার অনিয়ম কিংবা দুর্নীতি করার কোনো সুযোগ থাকে না। তা ছাড়া ভালো সুনামধারী ঠিকাদারি প্রতিষ্ঠান কখনো অনিয়ম কিংবা দুর্নীতি করে না। তবে অতি সম্প্রতি আর রাদ করপোরেশন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু দুষ্কৃতিকারী লোক মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করছে। এখানে প্রকল্পের কাজ নিরবচ্ছিন্নভাবে চলমান রাখলেও গত ৫ আগস্টের পর দেখা দেয় নানা ধরনের বিপত্তি।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.