• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
  • [কনভাটার]

একটি নতুন দল সরকারের ভেতরে থেকে সুবিধা নিচ্ছে : আমিনুল হক

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ৮ জন দেখেছে
আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫

একটি নতুন রাজনৈতিক দল সরকারের ভেতরে থেকেও সুবিধা নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, এটা কোনো গণতান্ত্রিক চর্চা হতে পারে না।

সোমবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর-২ নম্বরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মিরপুর থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এ কথা বলেন।

আওয়ামী লীগ থেকে আসা কোনো অনুপ্রবেশকারীর বিএনপিতে কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে তিনি বলেন, গত ৫ আগস্টের পরে একটি মহল বিএনপির নামে বিভিন্ন মিথ্যাচার ও অপপ্রচার করছে। তারা নিজেদের ফায়দা নেয়ার জন্য বিএনপির ওপরে অনেক মিথ্যাচার ও দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ, বাংলাদেশে তো এখন আর কোনো আওয়ামী লীগ নেই। সবাই এখন বিএনপি হয়ে গেছে। পতিত আওয়ামী লীগ থেকে আসা লোকেরা নব্য বিএনপি সেজে দেশে সব অপকর্ম ও ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। তবে কোনো অনুপ্রবেশকারীর বিএনপিতে কোনো সুযোগ নেই।

আমিনুল হক বলেন, আওয়ামী লীগ স্বৈরাচারী দল। তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মেরেছে। তাদের স্থান বাংলাদেশের মাটিতে হতে পারে না।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ করে দলটির এই নেতা বলেন, যারা দখলদারি-লুটতরাজ করে, তারা বিএনপির কর্মী হতে পারে না। তারা শহীদ জিয়ার সৈনিক হতে পারে না। যদি ভুলেও আমাদের দলের কোনো নেতাকর্মী এই ধরনের অপকর্মের সাথে জড়িত থাকে, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। বিএনপিতে কোনো প্রকার অন্যায়কারীর ঠাঁই নেই।

স্বৈরাচার ও তার দোসররা চুপচাপ নেই এমন মন্তব্য করে আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা চলছে। তারা বাংলাদেশ এবং দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছে। এ অবস্থায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রকারী আমাদের ক্ষতি করতে পারবে না।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকারই আগামীর নতুন বাংলাদেশ গড়তে পারবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন আব্দুলের সভাপতিত্বে এবং মিরপুর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলুর যৌথ সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাসিত আঞ্জু, মামুন হাসান, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজ, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দিন, শাহ আলম, মাহাবুব আলম মন্টু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১