• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
  • [কনভাটার]

অস্ট্রেলিয়ায় হঠাৎ বন্যা, ডু্বে যাওয়া সড়কে আটকা বহু গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক। অনলাইন সংরক্ষণ / ১৮ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

ক্রান্তীয় সাইক্লোন আলফ্রেডের কারণে পূর্বাঞ্চলীয় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে হঠাৎ বন্যা দেখা দিয়েছে। এতে চলাচলের সড়ক নদীতে পরিণত হয়। এমতাবস্থায় অনেক গাড়িচালক রাস্তায় বন্যার পানিতে আটকা পড়েন। তখন তাদের সাহায্যে এগিয়ে আসেন জরুরির বিভাগের উদ্ধারকারীরা।

ক্রান্তীয় এই ঝড়ের কারণে কুইন্সল্যান্ডে ২৪ ঘণ্টায় প্রায় ৩০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। জরুরি উদ্ধারকর্মীরা জানিয়েছেন, দ্রুতগতির বন্যার পানি থেকে ১৭ জনের বেশি ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

১৬ দিন ধরে সাইক্লোন হিসেবে বিরাজ করার পর সাইক্লোন আলফ্রেডকে শনিবার ক্রান্তীয় নিম্নচাপ হিসেবে ঘোষণা করা হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, পানির নিচে তলিয়ে যাওয়া সড়কে আটকে পড়া চালকদের খুঁজে বের করছে দমকল বাহিনীর কর্মীরা। নৌকায় করে তাদের আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাতে দেখা যায়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রাকৃতিক এই দুর্যোগের কারণে প্রায় ২ লাখ ৩০ হাজার ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অনেক চেষ্টা করেও বিদ্যুতের সংযোগ দিতে পারছেন না জরুরি কর্মীরা।

সূত্র : কুইন্সল্যান্ড ফায়ার ডিপার্টমেন্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১