• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
  • [কনভাটার]

জেদ্দায় আলোচনার পর সৌদি-ইউক্রেনের যৌথ বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক। অনলাইন সংরক্ষণ / ১৪ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার ( ১১ মার্চ) তারা বৈঠকে অংশ নেন। এরপর যৌথ বিবৃতি দেয় সৌদি আরব ও ইউক্রেন।

সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি আরব আশা প্রকাশ করেছে যে, ইউক্রেনে চলমান সংকট সমাধানে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের চার্টারের প্রতি সম্মান রেখে, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের নীতি অনুসরণ করে চেষ্টা সফল হবে।

কিয়েভও রিয়াদ কর্তৃক ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছে। এছাড়া, ইউক্রেন সৌদি আরবের মানবিক এবং উন্নয়ন সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এর আগে সোমবার জেলেনস্কি সৌদি আরব পৌঁছান। জেদ্দায় সৌদি এবং মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার কথা রয়েছে।

ইউক্রেনীয় এবং মার্কিন কর্মকর্তারা জেদ্দায় বৈঠকে মিলিত হয়েছেন। রাশিয়া-ইউক্রেন সংঘাতের একটি পথ বের করার জন্য তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। এতে একটি উচ্চপর্যায়ের ইউক্রেনীয় প্রতিনিধিদল সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকের সঙ্গে আলোচনা করেছেন।

যৌথ বিবৃতিতে, সৌদি আরব এবং ইউক্রেন উভয়ই তাদের অর্থনৈতিক সম্পর্কের শক্তিকে স্বীকৃতি দিয়েছে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক আদান-প্রদান বৃদ্ধি করার জন্য যৌথ কাজের গুরুত্ব তুলে ধরেছে। তারা ২০২৫ সালে সৌদি-ইউক্রেন যৌথ ব্যবসায়িক কাউন্সিল পুনরায় প্রতিষ্ঠা করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

দুই পক্ষ তাদের বিনিয়োগ সম্পর্ক উন্নত করার জন্য দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে এবং প্রতিশ্রুতিবদ্ধ বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারিত্ব স্থাপনের দিকে মনোযোগী হয়েছে। তারা বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সাধারণ স্বার্থের বিষয়েও আলোচনা করেছে এবং মতবিনিময় করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১