পাকিস্তানের রাষ্ট্রদূতকে প্রবেশ করতে দেয়নি যুক্তরাষ্ট্র। বৈধ ভিসা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট থাকা সত্ত্বেও তাকে ফেরত পাঠানো হয়েছে।
মঙ্গলবার ( ১১ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানি সংবাদ মাধ্যম 'দ্য নিউজের বরাতে প্রতিবেদনে বলা হয়, তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত কেকে ওয়াগানকে বৈধ ভিসা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট থাকা সত্ত্বেও আমেরিকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ওয়াগানকে আমেরিকান ইমিগ্রেশন কর্তৃপক্ষ ‘ইমিগ্রেশন অবজেকশন’ হিসেবে আটক করেছে।
ওয়াগান ব্যক্তিগত সফরে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, তার কাছে বৈধ ইউএস ভিসা এবং অন্যান্য সh সফরকারী ডকুমেন্ট ছিল। তবে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে রেখে কূটনৈতিক প্রটোকলের বিষয়টি উত্থাপন করেছে। আমেরিকান কর্মকর্তারা ওয়াগানের ভিসার বিষয়ে ‘বিব্রতকর' রেফারেন্স উল্লেখ করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, তাকে লস অ্যাঞ্জেলসে পৌঁছানোর পরই ফেরত পাঠানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং অন্য শীর্ষ কর্মকর্তারা এ বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন। ওয়াগানকে ইসলামাবাদে ডেকে এই ঘটনা সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার জন্য আহ্বান করা হতে পারে।
অন্যদিকে, পাকিস্তানি সংবাদ মাধ্যম জিওটিভি জানিয়েছে যে, পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ওয়াগান একটি ব্যক্তিগত সফরে লস অ্যাঞ্জেলসে ছিলেন এবং বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.