• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]

একটি গোষ্ঠী নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে : গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ৬ জন দেখেছে
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

একটি গোষ্ঠী দেশে অস্থিরতার মাধ্যমে নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করছে উল্লেখ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে। কিন্তু একটি গোষ্ঠী চাচ্ছে এখনই নির্বাচন দিতে। তাদের দাবি হচ্ছে সংস্কারের কোনো দরকার নাই নির্বাচন দাও! আমরা ক্ষমতায় যাই।

বুধবার (১২ মার্চ) রাজধানীর বকশি বাজার কারা কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা আয়োজিত ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যারা বলে ক্ষমতায় গিয়ে তারা সংস্কার করবে, তারা ক্ষমতায় থাকতে কি করেছে প্রশ্ন রেখে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণকে আর ধোঁকা দেওয়া যাবে না। বিশ্বায়নের যুগে মানুষ এখন সচেতন। মানুষ বাস্তবতা বুঝে, তাই মানুষ যেভাবে চায় সেভাবেই রাজনীতি করা দরকার। নিজের জন্য এবং দলের জন্য রাজনীতি পরিহার করে জনগণের কল্যাণে দেশ ও জাতির স্বার্থে রাজনীতি করার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি, রাজনৈতিক প্রতিহিংসা ভুলে গিয়ে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে কোরআনের বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, কোরআনের শাসন ব্যতীত সমাজ থেকে অন্যায় দূর হবে না । রাষ্ট্র পরিচালনায় আল্লাহর আইন না থাকলে সমাজে অপরাধ ক্রমেই বাড়বে। যেটি বিগত ৫৪ বছরে দেখা গেছে এবং এখনো দেখা যাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে গণ-অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত করতে হলে ইসলামী সমাজ বিনির্মাণ করতে হবে। মানুষের তৈরি আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবেও না।

চকবাজার পশ্চিম থানা আমির অ্যাডভোকেট আবুল হোসাইন রাজনের পরিচালনায় ও চকবাজার দক্ষিণ থানা আমির মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেন, নামাজ-রোজা যেই আবেগ, অনুভূতি আর ভয় থেকে পালন করতে হয়। একই আবেগ, অনুভূতি আর ভয় থেকে আল্লাহর হুকুম ইকামাতে দ্বীন কায়েমের জন্য ভূমিকা রাখতে হবে। ইসলামী সমাজ বিনির্মাণ করা হলে, সমাজ থেকে সকল অনাচার, অপকর্ম দূর হবে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। মানুষ তার অধিকারের জন্য জীবন ও রক্ত দিতে হবে না। দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারিত্ব থাকবে না। জামায়াতে ইসলামী দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত একটি কল্যাণ, মানবিক ও আদর্শ রাষ্ট্র গঠন করতে চায়।

সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক হাজী হাফেজ এনায়েত উল্লাহ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ছিনতাই হওয়া স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে। যার কারণে আজ সকল শ্রেণীপেশার মানুষ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠন কথা বলার পরিবেশ সৃষ্টি হয়েছে। এই স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যের ফাটল সৃষ্টি করতে ষড়যন্ত্র হচ্ছে। নতুন বাংলাদেশে ইসলামী সমাজ বিনির্মাণ করা গেলে বাংলাদেশ আর পথ হারাবে না। দেশের সকল দলমত ও ধর্ম বর্ণের মানুষ সমান সুযোগ লাভ করবে।

এছাড়াও সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য আবদুর রহমান, অধ্যক্ষ এস. এম আহসান উল্লাহ, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান, চকবাজার উত্তর থানা আমির মাওলানা মাহফুজুর রহমান, চকবাজার পূর্ব থানা আমির রফিকুল ইসলাম শিকদার, চকবাজার দক্ষিণ থানা সেক্রেটারি জাফরুল ইসলাম, চকবাজার পূর্ব থানা সেক্রেটারি জিয়াউল হক, চকবাজার পশ্চিম থানা সেক্রেটারি মাছুম বিল্লাহ, চকবাজার উত্তর আমির খলিলুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১