• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]

গাজীপুরে শ্রমিক নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক / ৮ জন দেখেছে
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার পর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা। এর আগে বুধবার ভোরে ৫টা ৪০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার বাচ্চা অসুস্থ থাকায় গতকাল রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমান কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন। কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নার কারখানার থেকে দেওয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দিলে তিনি বাড়িতে চলে যান। বুধবার ভোরে ৫টা ৪০ মিনিটে কারখানায় যাওয়ার সময় অটোরিকশা ও ট্রাকের চাপায় মারা যান তিনি। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন তাঁরা।

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহতের প্রতিবাদে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ঘটনাস্থলে থানা-পুলিশ, শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত আছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১