চিত্রনায়িকা পরী মণি ও সংগীত শিল্পী শেখ সাদীর প্রেমের গুঞ্জন চাউর রয়েছে। একে অন্যকে কেন্দ্র করে প্রেমের ইঙ্গিতপূর্ণ পোস্ট, পরীর অন্তরঙ্গ আলিঙ্গনের ছবিতে শেখ সাদীকে খুঁজে পাওয়াসহ নানা প্রমাণও সামাজিক মাধ্যমে হাজির করেছেন ভক্ত অনুরাগীরা। মঙ্গলবার দিবাগত রাতে প্রকশিত হয়েছে শেখ সাদীর ‘গুনাহগার’ শিরোনামে একটি ইসলামী গান। বুধবার দুপুরে গানটি শেয়ার করে পরী মণি লিখেছেন, ‘মাশাল্লাহ’।
তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদীর ইউটিউব ও ফেসবুকে বেশ খ্যাতি ও জনপ্রিয়তা রয়েছে। তার গাওয়া অনেক গানই কোটির বেশি ভিউ হয়েছে। সে ধারাবাহিকতায় পবিত্র রমজানে এবার ইসলামী গান নিয়ে এলেন সাদী। ‘গুনাহগার’ শিরোনামের গানটির গীতিকার ও সুরকার মুস্তফা সুমন। সংগীতে ছিলেন শোভন রয়। পরিচালনা করেছেন নাসিমুল মুরসালিন।
পরী ও সাদী দুজনের প্রেম নিয়ে খোলাসা করেননি। তবে রাত-বিরাতে গাড়ি নিয়ে ঘোরাঘুরিসহ নিয়মিত সোশ্যাল মিডিয়াতে তাদের সরব থাকতে দেখা যায়। নিজেরা খোলামেলা না বললেও দুজনে যে প্রেমের সাগরে ভাসছেন তা বলার অপেক্ষা রাখে না।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.