দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে সম্প্রতি প্রেমের গুঞ্জনে সরগরম বিনোদন দুনিয়া। দীর্ঘদিন ধরেই নেটিজেনদের মধ্যে গুঞ্জন চলছিল যে, সামান্থা ও পরিচালক রাজ নিদিমোরুর মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। তবে বিষয়টি আরও জোরালো হয় সম্প্রতি এক পার্টিতে তাদের একসঙ্গে দেখা গেলে। খবর: পিঙ্কভিলা ভারতের প্রখ্যাত পাবলিক ফিগার দেবরাজ সান্যাল তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন, যেখানে সামান্থা এবং রাজকে একসঙ্গে পোজ দিতে দেখা যায়। ছবিটি দ্রুত ভাইরাল হয়ে যায়, যা গুঞ্জনের আগুনে ঘি ঢালে।
এর আগে একটি পিকলবল টুর্নামেন্টেও তাদের একসঙ্গে দেখা গেছে, যেখানে রাজকে সামান্থার দলের জন্য উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তবে এখন পর্যন্ত সামান্থা কিংবা রাজ কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ফলে তাদের সম্পর্কের সত্যতা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
নির্মাতা রাজ নিদিমোরু জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘সিটাডেল: হানি বানি’র অন্যতম পরিচালক এবং তার এ সিরিজগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সামান্থা।
এদিকে অভিনেত্রীকে শিগগির নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এ আদিত্য রায় কাপুরের বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিরিজটি পরিচালনা করছেন রাজ, ডিকে ও রাহি অনিল বার্ভে।
জানা যায়, সামান্থা তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের অধীনে নির্মিত ‘মা ইন্তি বাঙ্গারাম’ নামক একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন। এ সিনেমার মাধ্যমে সামান্থা প্রথম ভারতীয় তারকা হতে চলেছেন, যিনি তার প্রযোজনায় শিল্পীদের জন্য সমান পারিশ্রমিক নিশ্চিত করবেন। তবে সামান্থা ও রাজের সম্পর্কের বিষয়টি নিয়ে যদিও ধোঁয়াশা রয়ে গেছে, কিন্তু তাদের সম্প্রতি একাধিক উপস্থিতি ভক্তদের মধ্যে জল্পনা-কল্পনা আরও বাড়িয়ে তুলেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.