• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]

বিটিভি থেকে বাদ পড়লেন শেখ সাদী খান

ডেস্ক রিপোর্ট। অনলাইন সংরক্ষণ / ৮ জন দেখেছে
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

অনিয়ম নিয়ে কথা বলায় বাংলাদেশ টেলিভিশন থেকে বাদ পড়েছেন সংগীতের জাদুকরখ্যাত কিংবদন্তি সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান। প্রায় ৯ বছর ধরে চলে আসা বিটিভির ‘স্মৃতিময় গানগুলো’ অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন আলাউদ্দিন খাঁ-আয়েত আলী খাঁর উত্তরসূরি এ শিল্পী। এ নিয়ে অভিযোগের তীর অনুষ্ঠান গবেষক মুনসী আব্দুল ওয়াদুদের দিকে।

শেখ সাদী খানের অবর্তমানে অনুষ্ঠানের সংগীত পরিচালনার দায়িত্ব পালন করছেন কণ্ঠশিল্পী আব্দুল হাদী। যিনি এই অনুষ্ঠানে সংগীত বিশ্লেষক হিসেবে শুরু করেছিলেন। অনুষ্ঠানে গবেষক হিসেবে গীতিকবি মুনসী আব্দুল ওয়াদুদ রয়েছেন। অনুষ্ঠানের মূল পরিকল্পনাকারী ছিলেন শেখ সাদী খান। তার হাত ধরেই পতিত সরকারের সময় মুনসী ওয়াদুদ বিটিভিতে কাজের সুযোগ পেলেও সময় পাল্টালে সেই তিনি এখন ভোল পাল্টে হয়ে উঠেছেন অনুষ্ঠানের একচ্ছত্র অধিপতি।

জানা গেছে, শিল্পীদের অধিকার ও দাবি দাওয়া, বিটিভির নানা অনিয়ম নিয়ে কথা বলার অভিযোগে শেখ সাদী খানকে বাদ দেওয়া হয়েছে। যার ইন্দন জুগিয়েছেন মুনসী ওয়াদুদ। অনুষ্ঠানটির ২০১৬ সাল থেকে মূল পরিকল্পনাকারী ও সংগীত পরিচালকের দায়িত্ব পালন করছিলেন সাদী।

নাম প্রকাশে অনিচ্ছুক বিটিভির এক কর্মকর্তা বলেন, শেখ সাদী অনিয়মের বিরুদ্ধে কথা বলাই তার অপরাধ। পতিত সরকারের অপকর্ম সে সামনে আনার চেষ্টা করছে। কিন্তু মুনসী ওয়াদুদসহ কয়েকজন সংগীত বিভাগের অপকর্ম নিয়ে কতৃপক্ষের সঙ্গে আঁতাত করে ফেলেছে। ফলে কর্তৃপক্ষের সুনজরে ওয়াদুদ থাকলেও সাদী বাদ পড়েছেন।

অভিযোগের ব্যাপারে মুনসী আব্দুল ওয়াদুদের দাবি, বিটিভি কর্তৃপক্ষ সাদী ভাইকে কয়েকটি পর্ব থেকে স্থগিত করার পরামর্শ দিলে আমরা তার সঙ্গে আলাপ করেই অনুষ্ঠান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি সিদ্ধান্ত না দিলে হাদী ভাই বা আমি অনুষ্ঠানটি করতাম না।

এ ব্যাপারে অনুষ্ঠান প্রযোজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বিটিভির জিএম নুরুল আজম পবনকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

তথ্য ভান্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১