দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি কালবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার উদ্বেগ প্রকাশ করেন এবং নারীদের নিরাপত্তা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেন।
সাদিয়া আয়মান বলেন, ‘সম্প্রতি মাগুরায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে আট বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে, তবে দেশের বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে এমন ঘটনা ঘটছে যা অনেকেই ভয়ে কিংবা মানসম্মানের কারণে প্রকাশ করেন না। এটি ক্রমশ বেড়ে চলেছে এবং এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
তিনি আরও বলেন,
‘আজকে আট বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে, কাল হয়তো আমাদের মধ্যেই কেউ এর শিকার হতে পারেন। যদিও আমরা বলি যে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন, তবু বাস্তবতায় কিছু জায়গায় যেতে বা কিছু পথ চলার আগে আমাদের ভাবতে হয়। এখন কাউকেই সহজে বিশ্বাস করা যায় না।’
এ সময় নারীদের প্রতি আহ্বান জানিয়ে সাদিয়া বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের সকল নারীদের সাবধান থাকতে হবে এবং নিজের নিরাপত্তার ব্যাপারে সচেতন হতে হবে। আমি বিশ্বাস করি, সরকার এই অপরাধগুলো রোধে কাজ করছেন এবং যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এর পাশাপাশি আমাদের নিজেদেরও সতর্ক থাকা জরুরি। নিজের নিরাপত্তার দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে।’
এদিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার দুপুর ১টায় সিএমএইচয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ‘বাংলাদেশ আর্মি’ ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ (১৩ মার্চ) দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে দেশের বিভিন্ন অঙ্গনে।