অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজের বিতর্কিত পেনাল্টি বাতিল হওয়ায় হতবাক। রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলো ম্যাচে টাইব্রেকারে তিনি গোল করতে ব্যর্থ হন, যেখানে রেফারি সিদ্ধান্ত দেন যে, তিনি এক কিকেই বল দু’বার স্পর্শ করেছেন।
সেই বিতর্কিত মুহূর্তের আগে দুই লেগ মিলিয়ে দারুণ খেলেছিলেন আলভারেজ। তবে ম্যাচ টাইব্রেকারে গড়ানোর পর তার নেওয়া পেনাল্টি বাতিল করে দেন রেফারি সিজমন মার্সিনিয়াক। দাবি করা হয়, শট নেওয়ার সময় বল দু’বার স্পর্শ করেছেন তিনি।
এদিকে, অ্যাথলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক রিয়ালের লুকাস ভাসকেজের শট ফিরিয়ে দিলেও মিস করেন মার্কাস লোরেন্তে। এরপরেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আলভারেজের সেই পেনাল্টি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয় ম্যাচ শেষে হতবাক আলভারেজ ড্রেসিংরুমে সতীর্থদের জানান, তিনি নিশ্চিত নন যে, সত্যিই বল দুইবার স্পর্শ করেছেন কি না। মার্কার প্রতিবেদনে আরো বলা হয়েছে, তিনি বলেছেন, ‘আমি বুঝতেই পারিনি, সত্যিই কি আমি বলটা দু’বার স্পর্শ করেছি?’
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর এখন লা লিগার লড়াইয়েই পুরোপুরি মনোযোগ দেবে অ্যাথলেটিকো মাদ্রিদ। তাদের পরবর্তী ম্যাচ বার্সেলোনার বিপক্ষে, যেখানে জয় পেলে শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করতে পারবে দলটি।