মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
এদিন লাখো রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানে ইফতার আয়োজন করা হয়। উখিয়ার ২০ নম্বর ক্যাম্পের ইফতার আয়োজনে পৌঁছে হাত নেড়ে শুভেচ্ছা জানান দেশছাড়া বাংলাদেশে আশ্রয় নেয়া মানুষদের। ফিরতি শুভেচ্ছায় সিক্ত হন প্রধান উপদেষ্টা।
ইফতারে জুস, শরবত, ছোলা, মুড়ি, রুটিসহ নানান পদের খাবার পৌঁছে দেয়া হয় লক্ষাধিক মানুষের হাতে। ইফতার শেষে রোহিঙ্গাদের অনুরোধে কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন,
রোহিঙ্গাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে হবে। ঈদে মানুষ আত্মীয়স্বজনের কবর জিয়ারত করে। রোহিঙ্গাদের সেই সুযোগও নেই।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘রোহিঙ্গাদের দুঃখ দেখে সমাধান করতে জাতিসংঘ মহাসচিব এসেছেন। এই ঈদে না হোক আগামী ঈদে যাতে রোহিঙ্গারা নিজের দেশে ঈদ করতে পারবেন সেই প্রত্যাশা করি।’
ইফতার মাহফিলে পররাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধানসহ দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।