রমজানের ইফতার মানেই আনন্দ, ইবাদত ও বিশেষ দোয়ার সময়। কিন্তু আমরা কি ইফতারের সব সুন্নত দোয়াগুলো জানি এবং পালন করি? জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে এমনই এক গুরুত্বপূর্ণ ভুল নিয়ে আলোচনা করেছেন, যা আমাদের সমাজে বেশিরভাগ মানুষই করে থাকেন।
আমরা সবাই জানি, ইফতারের আগে দোয়া করা সুন্নত, আর ইফতার শুরুর আগে "বিসমিল্লাহ" বলে খাওয়া উত্তম। অনেকে ইফতারের পরও দোয়া পড়ে থাকেন।
কিন্তু কেউ যদি আপনাকে ইফতারের দাওয়াত দেয় বা ইফতার করায়, তাহলে তার জন্য বিশেষ একটি দোয়া রয়েছে,যা আমাদের বেশিরভাগ মানুষই জানি না!
নবিজি (সা.) কী দোয়া করতেন?
শায়খ আহমাদুল্লাহ বলেন, "নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁকে কেউ ইফতার করালে, তিনি তার জন্য একটি বিশেষ দোয়া করতেন।"
দোয়াটি হলো—“তোমাদের খাবার যেন নেককাররা খায়,তোমাদের ওপর ফেরেশতারা যেন দোয়া করে,আর তোমাদের খাবার যেন রোজাদাররা খায় ও ইফতার করে।”
আমাদের অনেকেরই এই সুন্নত দোয়া সম্পর্কে ধারণা নেই। শায়খ আহমাদুল্লাহ বলেন, "আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এই দোয়া করে না। আমরা ইফতার খেয়ে উঠে আসি, কিন্তু যারা ইফতার খাওয়ালেন, তাদের জন্য এই বিশেষ দোয়া করা সুন্নত,যা আমরা ভুলে যাই।"
ইফতার শুধু খাবার খাওয়ার বিষয় নয়, এটি একটি ইবাদত। তাই যদি কেউ আপনাকে ইফতার করায়, তাহলে অবশ্যই তার জন্য নবিজির শেখানো দোয়াটি পড়া উচিত। এই সুন্নত দোয়াটি মনে রাখি, পালন করি এবং অন্যদেরও জানাই।
সম্পাদক ও প্রকাশক: মো: শামসুদ্দোহা
শ্রীপুর,গাজীপুর
মোবাঃ +৮৮০ ১৭১৩৬৪৮৬৭১
Copyright © 2025 Dainik Somoyer Songbad. All rights reserved.